প্রধান শিক্ষক
![](Asset/head/1.jpeg)
মোহাম্মদ মোস্তফা জামাল
প্রধান শিক্ষক
জনসংখ্যা বহুল বাংলাদেশ নিয়ে আমরা অনেক অনেক স্বপ্ন দেখি। স্বপ্নকে সত্যে রূপান্তরিত করতে এ বিশাল জনগোষ্ঠিকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এ লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সঠিক ও বাস্তবধর্মী শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে জাতিকে মিলেনিয়াম ডেভোলপমেন্ট Goal-এর অংশীজন হিসেবে প্রত্যেক মানুষকে উৎসাহ-উদ্দীপনা ও প্রেরণা জোগাচ্ছে। বিজয়ী জাতি হিসেবে আমরা আশাবাদী সৃষ্টিতে প্রত্যেক মূহুর্ত হবে স্বর্ণালী। মানুষের মাঝে থাকবে প্রাণ চাঞ্চল্য, হবে উৎফুল্ল। দেশকে এ সোনালী দিনে এগিয়ে নিতে অত্র শাসনপাড় উচ্চ বিদ্যালয় জাতি গঠন ও মানবসম্পদ উন্নয়নে পল্লী অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আইসিটি নির্ভর প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদানে নিরলসভাবে কাজ করে চলেছে। এ শিক্ষাকে আন্তরিকভাবে কাজে লাগিয়ে ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একদিন আমরা একটি আদর্শ উন্নত রাষ্ট্রে পরিণত হবো। শিক্ষকতার মহান পেশায় আগামীর আইসিটি জ্ঞান সমৃদ্ধ সোনালী মানুষগুলো সম্পৃক্ত হয়ে সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশ পরিণত করবেন এ আশাবাদ ব্যক্ত করে শাসনপাড় উচ্চ বিদ্যালয়ের উন্নতি ও মঙ্গল কামনা করছি।
সভাপতি
![](Asset/head/2.jpeg)